রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট হরগ্রাম লোটাস কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩০ দিনের কবুতর উড়ানো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমগীর মাহাতাব। রাজশাহী ফ্লাইয়ার পিজন ক্লাব’র সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সোহাগ, আরো উপস্থিত ছিলেন, কোর্ট হরগ্রাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এমন প্রতিযোগিতা ও বিনোদনের ব্যাবস্থা প্রতিটি গ্রামে করা হলে কিশোর ও যুবকরা মাদক থেকে বিরত থাকতো এবং গড়ে উঠতো সুন্দর সমাজ ব্যাবস্থা।
তাই এমন প্রতিযোগিতার ব্যবস্থা ৬ মাসে একবার হলেও করা দরকার। তাছারাও কবুতরের রাজ্য বলতে রাজশাহীর কোর্ট হরগ্রামের নামটাই আগে আসবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কোর্ট হরগ্রামের কবুতর প্রেমিকরা। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন মনোয়ার হোসেন ইমন তার কবুতরের ফ্লাইটাইম তিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট, দ্বিতীয় স্থান অধিকার করেন ফাইসাল ইসলাম , তার কবুতরের ফ্লাইটাইম ১৩ ঘন্টা১৫ মিনিট এবং তৃতীয় স্থান অধিকার করেন সজিব ইসলাম ১২ঘন্টা ১৭ মিনিট। সর্বোপরি হরেকরকম আনন্দ ও উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৮