ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়। ঝালকাঠি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা'র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এসময় উপস্থিত ছিলেন কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মতিন মিয়া এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
এ অভিযানে ঝালকাঠির নিউ মডার্ন ডায়াগনস্টিক কে ৪৫ ধারায় ৫ হাজার টাকা, ডাক্তার পট্টির নিউ ন্যাশনাল মেডিকেল হলকে একই ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফাহিম এন্টার প্রাইজ নামের একটি পাইকারি ডিমের দোকান মালিকে ৭ দিনের মধ্যে ব্যবসায়িক সকল প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে আসার নির্দেশ প্রদান করা হয়। সহকারী পরিচালক সাফিয়া সুলতানা আরো বলেন, ৭ দিনের মধ্যে ব্যবসায়িক সকল প্রমান পত্র না দিতে পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/রাত ৮:৫২