আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ জন সৈন্য নিহত হয়েছেন। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি এই কথা জানিয়েছেন।
শনিবার মুসেভেনি বলেন, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি বলেন, আমাদের সৈন্যরা উল্লেখযোগ্য সহনশীলতা দেখিয়েছে এবং তারা নিজেদের সংঘটিত করেছে। গেল মঙ্গলবার তারা ঘাঁটিটি পুনরায় দখলে নিয়েছে।
মুসেভেনি গেল সপ্তাহে বলেছিলেন, উগান্ডার সৈন্যরা হতাহত হয়েছেন। কিন্তু এর বেশি কিছু তিনি জানাননি। এই সৈন্যরা সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশনে কর্মরত ছিলেন। ২০০৬ সাল থেকে আল-শাবাব সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে সরিয়ে ফেলতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৩,/বিকাল ৫:৪০