রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন

এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু নারী ও পুরুষ কাবাডি দলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস বা এশিয়াড। আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে ১৯তম আসর। এ আসরকে সামনে রেখে এরই মধ্যে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দল।

১৯৭৮ সালে প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় বাংলাদেশ। যদিও কাবাডির অংশগ্রহণটা ছিল ১৯৯০ সালে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথমবারের মতো অংশ নিয়েই রৌপ্য জিতে দেশের হয়ে গৌরব বয়ে নিয়ে এসেছিল পুরুষ কাবাডি দল। এরপর ২০১৪ সাল পর্যন্ত প্রতিবারই ব্রোঞ্জ অথবা র‌ৌপ্য জিতেছে তারা। এশিয়ান গেমসে মোট ১২টি পদকের মধ্যে ৭টি এসেছে কাবাডিতে। কিন্তু সবশেষ ২০১৮ এশিয়াডের সব ইভেন্টেই পদকশূন্য ছিল বাংলাদেশ। তবে এবার কাবাডির মাধ্যমেই পদকখরা কাটাতে চান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এস এম মান্নান বলেন, ‘২০১৮-তে উভয় ছেলে ও মেয়ে কাবাডিতে পদক পায় নাই। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। চেষ্টা করা হচ্ছে আমরা যেন এবার পদক ফিরিয়ে আনতে পারি।’ আসন্ন এশিয়ান গেমস এবং দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ভালো প্রস্তুতি নিতে বর্তমানে ভারতের অন্যতম সেরা রাও একাডেমিতে অনুশীলন করছে পুরুষ কাবাডি দল। সেই প্রস্তুতিটাই এবারের আসরে পদক পেতে সাহায্য করবে বলে মনে করেন এই কর্মকর্তা।

এস এম মান্নান বলেন, ‘এশিয়ান গেমসের জন্য গত মাসে তারা (ছেলে দল) ভারতের উদ্দেশে রওনা করে। কলাপাড়ায় সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ চলছে। এশিয়ান গেমসে যেন আমরা ভালো প্রস্তুতি নিতে পারি, সেটার জন্যই দলকে ভারত পাঠানো হয়েছে।’  

এশিয়ান গেমসে সবশেষ ২০১৪ সালে কাবাডিতে ব্রোঞ্জ জিতেছিল নারী দল। ভালো প্রশিক্ষণের জন্য আগামী মাসে তারাও যাবে ভারতে। সেখানে ভালো প্রস্তুতি নিয়ে এশিয়াডে দেশের হারিয়ে যাওয়া গৌরবটা ফিরিয়ে আনবে বলে প্রত্যশা তাদের। এশিয়ান গেমসে এবারের আসরে ১৭টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৩,/দুপুর ১:১২

সম্পর্কিত সকল খবর পড়ুন..

আর্কাইভস

June 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2022
IT & Technical Supported By:BiswaJit
themesba-lates1749691102