আন্তর্জাতিক ডেস্ক : রুশ সংবাদমাধ্যম আরটির খবর বলছে, বৃহস্পতিবার (২৫ মে) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই তথ্য জানিয়েছেন। ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠকে এ তথ্য জানান লয়েড অস্টিন। আটলান্টিক সাগরের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর ৩১ সদস্য ছাড়াও বিশ্বের অন্যান্য অনেক দেশই ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের সদস্য। গোষ্ঠীটির বৈঠকে অস্টিন জানান, ওয়াশিংটন দীর্ঘমেয়াদে কিয়েভের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গোষ্ঠীটির বৈঠকে বলেন, ‘সবমিলিয়ে কন্টাক্ট গ্রুপ ইউক্রেনে প্রায় ৬ হাজার ৫০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে।’ এ সময় তিনি জানান, ইউক্রেনের সমর্থকরা আগের মতোই এখনো ঐক্যবদ্ধ রয়েছে। বৈঠকে লয়েড অস্টিন বলেন, ‘গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দিয়েছেন যে, এফ-১৬ সহ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান চালনা শিখতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের যৌথ প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে যাবে। আমরা আশা করছি, আসন্ন যেকোনো সপ্তাহে এই প্রশিক্ষণ শুরু হয়ে যাবে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, যুদ্ধবিমান সরবরাহের পাশাপাশি যুক্তরাষ্ট্র কিয়েভকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার বিষয়টিও ভাবছে। তিনি বলেন, ‘রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের সাধারণ জনগণ এবং বেসামরিক স্থাপনা রক্ষার জন্য এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।’ এদিকে, রাশিয়া বারবার ইউক্রেনের পশ্চিমা মিত্রদের অস্ত্র সহায়তা দেয়ার বিষয়ে সতর্ক করেছে। মস্কোর দাবি, এর মাধ্যমে কেবল সংঘাতকেই দীর্ঘায়িত করা হবে এবং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের আরও দুর্ভোগ বাড়বে।
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৩,/দুপুর ১:০৮
সম্পর্কিত সকল খবর পড়ুন..