বিনোদন ডেস্ক : প্রথম গানে মানুষের মন জয় করেন শিল্পী আসিফ আকবার। গানের জনপ্রিয়তায় তার অবস্থান এখনো অটুট। গানের পাশাপাশি সব সময় সামাজিকমাধ্যমে দেখা যায় এ শিল্পীকে। প্রায় সময় তার বিভিন্ন বিষয়ে মতামত দিতে দেখা যায়। এবার গাজীপুরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলেছেন এ শিল্পী।
তিনি আরও লেখেন, অভিনন্দন গাজীপুরের নবনির্বাচিত নগরমাতা শ্রদ্ধেয় মিসেস জায়েদা খাতুন, আপনি একজন কাচকাটা হীরা, গাজীপুরের আম্মাজান। সবশেষে আসিফ লেখেন, আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি।
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৩,/দুপুর ১২:৫৪