ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি। এর আগে বিএসইসির ৮৬৯তম সভায় ডিএসইর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দুইজনের নাম অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর প্রস্তাবনা অনুযায়ী মো. শহিদুল ইসলাম ও কাওসার আহমেদকে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। এর মাধ্যমে ৬ জন স্বতন্ত্র পরিচালক পেল ডিএসই। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ডিএসইর নতুন চার স্বতন্ত্র পরিচলক অনুমোদন দেয় বিএসইসি। যারা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।
মূলত ডিএসইর পক্ষ থেকে পাঠানো ১৮ জনের নামের তালিকা থেকে এই ৪ জনের নিয়োগ অনুমোদন করা হয়েছিল। নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকেরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন হাফিজ মো. হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন ও ওরাকল বাংলাদেশের (নেপাল ও ভুটান) কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।
এছাড়া আরও দুজন স্বতন্ত্র পরিচালকের পদ খালি থাকায় দুই পদের বিপরীতে ডিএসইকে নতুন করে আরও ৬ জনের নাম প্রস্তাব করতে নির্দেশনা দিয়েছিল বিএসইসি। এরপর ডিএসইর প্রস্তাবনা অনুযায়ী আজ নতুন দুই স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন দিল সংস্থাটি।
আর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি গত মেয়াদে নিয়োগ পাওয়া ডিএসইর পর্ষদে থাকা পাঁচ স্বতন্ত্র পরিচালকের মেয়াদ শেষ হয়। এছাড়া শূন্য ছিল একটি স্বতন্ত্র পরিচালকের পদ। নতুন পর্ষদ নিয়োগ দেয়ার জন্য বিএসইসিতে ১৮ জনের নামের তালিকা জমা দিয়েছিল ডিএসই।
কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৮:৩৮
সম্পর্কিত সকল খবর পড়ুন..