নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (২৭-০৪-২০২৩) ইং তারিখে রাজশাহী পুঠিয়া উপজেলাধীন বানেশ্বর বাজারে আনুমানিক সকাল ৭.৩০ মিনিটে মোহাম্মদ আলী-২৪ পিতা মোঃ ইদ্রিস আলী গ্রাম-মাড়িয়া উপজেলা চারঘাট জেলা রাজশাহী এর কাছে থেকে ২০ কেজি মাছের জন্য ৬০ টাকা খাজনা দাবি করেন খাজনা আদায় কারি মোঃ কুরবানী আলী-৪০
৬০ টাকা খাজনা দিতে অপারগ প্রকাশ করেন মোহাম্মদ আলী, মোঃ কোরবান আলী-৪০ তাকে বানেশ্বর বাজার থেকে বেরিয়ে গিয়ে অন্য বাজারে মাছ বিক্রি করতে বলে বানেশ্বর বাজারে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে খবর পেয়ে বানেশ্বর বাজারে আসেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোঃ আনাছ পিএএ, তিনি বানেশ্বর বাজার ইজারাদার মোঃ আবুল কালাম আজাদ কে নির্ধারিত মূল্যর চেয়ে বেশি টাকা আদায় করতে নিষেধ করেন এবং টাকা আদায়ের রশিদ দেয়ার নির্দেশনা দেন তিনি।
এব্যাপারে ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, আজ বৃহস্পতিবার সকালে আমি বানেশ্বর বাজারে পাইকারি মাছের আড়ত থেকে ২০ কেজি মাছ কিনি আমার কাছে থেকে বিশ কেজি মাছের জন্য ৬০ টাকা চাওয়া হয় আমি অতিরিক্ত টাকা দিতে অপারগ প্রকাশ করলে তারা আমাকে বানেশ্বর বাজার থেকে বেরিয়ে গিয়ে অন্য বাজারে মাছ বিক্রি করতে বলে জানান তিনি।
এবিষয়ে বানেশ্বর বাজার ইজারাদার মোঃ আবুল কালাম আজাদ বলেন, এটা একটা ভুলবোঝাবুঝি আমরা বানেশ্বর বাজারের সকল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি শুধুমাত্র মাছের আড়তদার দের সাথে কথা বলা হয়নি এই কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৮
সম্পর্কিত সকল খবর পড়ুন..