রবিবার, ০৪ জুন ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন

চিরনিদ্রায় শায়িত আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম এনামুল হক।

রবিবার (২ এপ্রিল) গুলশান সোসাইটি জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে আজ সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবার সদস্য আত্মীয়-স্বজনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জানাজার আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য এবং মরহুমের জন্য দোয়া চেয়ে নেন তার দুই সন্তান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ এবং মো. আমিনুল হক নাবিল। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান।

এম এম এনামুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

শনিবার দিবাগত রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এম এম এনামুল হক। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনিমন্ডল গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি সফল এই ব্যবসায়ী ইসলামের খেদমতসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১০

সম্পর্কিত সকল খবর পড়ুন..

আর্কাইভস

June 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2022
IT & Technical Supported By:BiswaJit
themesba-lates1749691102