বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার কথা আর কবিতায় স্মরণ করা হয়েছে বরেণ্য আবৃত্তি শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফকে। তিতাস আবৃতি সংগঠনের উদ্যোগে হাসান আরিফের প্রথম মৃত্যুবার্ষিকি উপলক্ষে এসব আয়োজন করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সরকারি গণগ্রন্থাগারে আয়োজনের উদ্বোধন করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সহসভাপতি কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক সুজন সরকারের সঞ্চালনায় স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রোপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক চন্দন রেজা।
আলোচনায় অংশ নেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক মানবর্ধন পাল, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর, কবি আবদুর রহিম, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সভাপতি রোকেয়া দস্তগীর, জেলা যুবমৈত্রী যুগ্ম-আহবায়ক কাজী তানভীর মাহমুদ শিপন, ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার সাধারণ সম্পাদক বিশাল আহমেদ দুলাল, সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির। একক আবৃত্তি করেন উত্তম কুমার দাস, রেজা এ রাব্বী, তাসফিয়া ইসলাম প্রমি, ফারদিয়া আশরাফি নাওমী, ফাহিমা সুলতানা। একক সঙ্গীত পরিবেশন করেন রিয়া রায় সেতু। অর্ধশত শিশু-কিশোরদের মধ্যে আবৃতি প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান শেষ হয়।
কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫৬
সম্পর্কিত সকল খবর পড়ুন..