বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার দুপুরে হওয়া এক মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়েছে। সাংবাদিক ও সুধী সমাজের উদ্যোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে হওয়া মানববন্ধনে এ দাবি জানানো হয়।
প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন। এশিয়ান টিভির নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক জাবেদ রহিম, সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আল-আমীন শাহীন, বাংলাদেশ প্রতিদিনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোশারফ হোসেন, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়ার্কার্টার পার্টির সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুবমৈত্রীর আহবায়ক আইনজীবী নাসির মিয়া, সাংবাদিক ইব্রাহীম খান, মাহবুব খান, মো. মফিজুর রহমান, মো. রুবেল আহমেদ, মো. মোজাম্মেল হোসেন, মাসুক হৃদয়, মো. আল-মামুন, জহির রায়হান, শাহাদৎ হোসেন, আবুল হাসনাত, কলেজ শিক্ষক অভিজিৎ রায়, জেলা ছাত্রমৈত্রীর সভাপিত ফাহিম মুনতাসির, বন্ধুসভার ইকবাল হোসেন, শাজাহান মিয়া, সবুজ মোল্লা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের এবং সংখ্যালঘুদের আটকের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার হচ্ছে। দেশে ডিজিটাল আইনের অপপ্রয়োগ হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই। সাংবাদিক শামসের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল মামলার কোনো প্রাইমেসি নেই।’
কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৫
সম্পর্কিত সকল খবর পড়ুন..