এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস (হাইয়েচ) বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার দুইশ পিস ইয়াবাসহ শেকাব উদ্দিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং বন চেক স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার শেকাব উদ্দিন পেকুয়া উপজেলার সাবেক গুলদী এলাকার মফজল আহমদের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকে মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসায়।
দুপুর বারটার সময় যাত্রীবাহী হাইয়েচ গাড়ি তল্লাশি করে পাঁচ হাজার দুইশ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫৫
সম্পর্কিত সকল খবর পড়ুন..