তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে গাজিরদরগাহ মাদ্রাসার শিক্ষার্থী শিবিরের দু’কর্মীকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। আটককৃতরা হলেন, মনিরামপুর উপজেলার কাঠালতরা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আব্দুর রশিদ (২৩) ও যশোর সদর উপজেলার নতুনহাট এলাকার আজিজুর রহমানের ছেলে তৌফিক হোসেন (২০)। জানাগেছে, ছাত্র শিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার বিকালে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজারে ছাত্র শিবিরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত দু’শিবির কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে থানার সেকেন্ড অফিসার এস আই তারেক মোহাম্মদ নাহিয়ান ও এস আই সুমন বিশ^াস জানিয়েছেন।কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯