কুইকনিউজবিডি.কম, নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে প্রচারে ব্যবহৃত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যন্ত্রপাতির সবই হারিয়ে গেছে। এগুলো পুনরুদ্ধারে প্রশাসনের কোন উদ্যোগও নেই। মুক্তিযুদ্ধের এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণে উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা।
১৯৭১ সালের ২৬ মার্চ, কালুরঘাটে স্থাপিত স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ হান্নানসহ বেশ কয়েকজন। পরদিন সেনাবাহিনীর সে সময়ের মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে আবার পাঠ করেন ঘোষণাপত্র।
পাকিস্তানের আক্রমণের মুখে ১০ কিলোওয়াটের ছোট্ট বেতারকেন্দ্রটি পরে সরিয়ে নেয়া হয় অন্যত্র। মুক্তিযুদ্ধের পর আবার তা কালুরঘাটে নিয়ে আসা হয়। সে সময়ের কোনও স্মৃতিই আর নেই কালুরঘাটে। জেলা প্রশাসন বলছে, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের স্মৃতি রক্ষায় উদ্যোগী হবেন তারা। স্বাধীনতার পর এই বেতারকেন্দ্রটির প্রচারক্ষমতা ৫০ কিলোয়াট থেকে বাড়িয়ে ১০০ কিলোওয়াট করার কথা ছিল। এখনও আশ্বাসের কথাই বলে যাচ্ছে প্রশাসন।
সূত্রঃ এনটিভি