আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বেসরকারী শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বগুড়ার শেরপুরে আলোচনাসভা ও আনন্দ র্যালি করা হয়েছে।গত১১ নভেম্বর রোববার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির উদ্যোগে শহরের টাউন কলোনী এজে উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
অত্র সমিতির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় সদস্য সচিব আতিকুর রহমান তালুকদার, প্রধান শিক্ষক সুধীন্দ্রনাথ রায়, নুরুল ইসলাম জিন্নাহ, দানিসুর রহমান, আজগর আলী, ছেলিম উদ্দিন, নুরে আলম সিদ্দিকি, সুদেব পাল, শাহজাহান আলী, আবু সাঈদ সরকার, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রেজাউল করিম রেজা, বেল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এরপর একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কিউএনবি/সাজু/১২ই নভেম্বর, ২০১৮ ইং/বিকাল ৪:৪৫