তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : শিশুদের মৌসুমি বিতর্ক প্রতিযোগিতা ঝিকরগাছা বিএম হাইস্কুল যশোর জেলার প্রথম হয়েছেন।এর আগে প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জেলাতে অংশ গ্রহণ করেছিলো ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থীরা।
জেলা পর্যায়ে প্রতিযোগিতায়ও তারা প্রথম স্থান অধিকার করে।এবার যশোর জেলার প্রতিনিধি হিসেবে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন তারা।প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা হলো,জেবা ফারিহা, দিব্ব অধিকারী, উম্মে কুরচুম ও নিশাত তাসনিম। বিভাগীয় পর্যায়ে জয় লাভের জন্য ঝিকরগাছার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ।
কিউএনবি/সাজু/৮ই সেপ্টেম্বর, ২০১৮ ইং/সন্ধ্যা ৬:২১