রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামে তিস্তা নদীর ভাঙ্গন থেকে থেতরাই, হোকডাঙ্গা, দলদলিয়া ও উলিপুরকে বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট শনিবার উলিপুর বাঁচাও গণকমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে ৮ দফা দাবি আদায়ে বক্তব্য রাখেন-উলিপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী গবা পান্ডে, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমূখ।
নদী ভাঙ্গন রোধে পিছিয়ে পড়া উপজেলাবাসীর দাবিগুলোর মধ্যে ছিল -সমগ্র উলিপুর উপজেলার ৮ টি ইউনিয়নের নদীভাঙ্গন প্রবণ এলাকার বোল্টারিং করে বেড়ি বাঁধ ও টি বাধ নির্মাণ করা, চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা, বন্যার্ত মাতুষের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা, উলিপুর এলাকার নদী ভাঙ্গন এলাকার দারিদ্র বিমোচনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, তিস্তা নদীর উপর থেতরাই – পাওটানা তিস্তা সেতু নির্মাণ করা, বুড়ি তিস্তার উৎস মুখে স্লুইজ গেইট নির্মাণ করা, চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক মান- উন্নয়ন নিশ্চিত করা।
কিউএনবি/অায়শা/২৫শে আগস্ট, ২০১৮ ইং/সন্ধ্যা ৭:১৮