ডেস্ক নিউজ : বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে হবিগঞ্জ জেলায় তৃতীয় দিনের ন্যয় চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং পরিবহন শ্রমিকরা।আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলছিল এই ধর্মঘট। এ কারণে হবিগঞ্জ থেকে ১৩টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে মালিক সমিতি।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ টু ঢাকা এবং হবিগঞ্জ টু সিলেটসহ ১৩টি রুটে প্রায় ৩৫০টি বাস চলাচল করে থাকে। নিরাপত্তার অভাবে এই সকল রুটে বাসচলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না পাওয়ার পূর্ব পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
হবিগঞ্জ নতুন বাস টার্মিনালে গিযে দেখা যায়, সকল বাস এখানে থেমে রয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা গাড়ি না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। এতে বিভিন্ন জরুরি কাজ করতে না পারায় তারা পড়েছেন বিপাকে।
কিউএনবি/আয়শা/৫ই আগস্ট, ২০১৮ ইং/সন্ধ্যা ৭:১৮