জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়ইতলী হতে কাঁশড়া গোবিন্দপুর পর্যন্ত রাস্তা পাঁকাকরন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ১ কিমি এ রাস্তার নির্মান কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ সময় উপজেলা সহকারি প্রকৌশলী সিরাজুল ইসলাম, জেলা আঃলীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পাঁচবিবি পৌর আঃলীগের যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল, কুসুম্বা ইউপি সদস্য নুরুজ্জামান প্রধান বাবু, অহিদুজ্জামান চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/রামিম /১৯শে জুলাই, ২০১৮ ইং/রাত ১১:২০