ডেস্ক নিউজ : ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হল মণি বয়স (১০) ও রাজু ২৮।রবিবার সকালে উপজেলার আদালত ভবন এলাকা ও কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান সকাল সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন।আহতরা হলেন, রোমেলা বেগম (২৫), ফরিদগঞ্জের চাঁদপুরের আব্দুল কাদির (৩০), নোয়াখালীর চরবাজারের শুক্কুর আলী (৩৫) আহত হন।
তিনি জানান, সকালে স্থানীয় আদালত ভবন এলাকায় ঢাকা থেকে ময়মনিসংহগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সারা মণির মৃত্যু হয়। তার বাড়ি জেলার তারাকান্দা উপজেলায়।
কিউএনবি/আয়শা/১৫ই জুলাই, ২০১৮ ইং/দুপুর ১২:৫২