মামুন হাওলাদার,ভোলা : ভোলার দৌলতখানের ভবানিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবলু মিয়ার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে.
রবিবার দুপুর ১২ টার দিকে বাবলু মিয়ার নিজ বাস ভবনে হামলার এ ঘটনা ঘটে ।এসময় বাসার গেইটে ভাঙচুর ও বাসা লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ চলে।
হামলায় তার দুই ছেলে শামিম ও রাকিব গুরুতর আহত হয়েছে এতে তার ঘরের মূল্য বান আসবাব পত্র সহ প্রায় লহ্মদিক টাকার হ্ময়হ্মতি হয়ছে বলে জানা যায়,স্থানিও ও পারিবারিক সূত্রে জানা যায় দৌলতখানের মাধক ব্যবসায়ীরা আকস্মিক ভাবে হামলা চালায় ইয়াবা সম্রাট ,মিরাজ র্, নাছির,নুরনবী ,সহ ১০ বার জন, গত কয়েকদিন আগে বাবলু মিয়ার ছেলে শামিম ও রাকিব ইয়াবা সেবন কারীদের বিরুদ্ধে প্রতীবাদ করলে ও থানায় তথ্য দিলে ইয়াবা সেবন কারীরা হ্মিপ্ত হয়ে তার ঘরে হামলা চালায় এতে তার গরের মূল্যবান আসবাব পত্র সহ প্রায় লহ্মদিক টাকার হ্ময়হ্মতি হয়ছে বলে জানা যায়।
দৌলতখন থানার অফিসার ইন-চার্জ এনায়েত হোসেন জানান, আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা নেয়া হবে
কিউএনবি/রেশমা/২৪শে এপ্রিল, ২০১৮ ইং/সকাল ৮:১০