শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়-২,দেবীগঞ্জ-বোদা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূরল ইসলাম সুজন বলেছেন, বিদ্যুৎ ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্পূর্ণ অসম্বভ।
আগে আমরা ভাবতেও পারি নাই যে নিবিড় গ্রামগুলোর মধ্যে বিদ্যুৎ পৌছে যাবে, কিন্ত এটাই সত্য যে, তারা এখন বিদ্যুতের সুবিধা ভোগ করছে। নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সংযোগ প্রদানের মধ্য দিয়েই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এ সরকার কাজ করে যাচ্ছে।
বিদ্যুতের এ অবাধ সুযোগ সৃষ্ঠির ফলে গ্রামের কৃষক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে কৃষি সর্ম্পকিত সব ধরনের তথ্য সহজে পাচ্ছে। বাড়িতে বসে স্কুল,কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা চাকুরির দরখাস্ত, ভর্তির তথ্য সহ সকল সুবিধা নিতে পারতেছে।
বিদ্যুৎ এখন জীবনের সাথে নিবিরভাবে জড়িয়ে গেছে। কম্পিউটার , ল্যাপটব, মোবাইল বিদ্যুতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া সহ এর উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সংসদ সদস্য গতকাল বুধবার সন্ধায় দেবীগঞ্জের টেপ্রীগঞ্জ ইউনিয়নের মন্ডলপাড়া ও চিলাহাটীপাড়া গ্রামের ৬৩ টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাজাহানের সভাপতিত্বে বিশেষ অতিতির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ। অন্যদের মধ্যে পল্লী বিদ্যুতের অতিরিক্ত জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ, টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার, টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলকাউছার প্রমুখ বক্তব্য রাখেন।