আমি সব পারি
===========
অশ্রু শুকে গেছে অথবা অশ্রুকে আড়াল করে ঠোঁটে এখন আনতে পারি মেকি হাসি ,
আমিও হাসতে পারি বেশ ,
ঠোঁটের কোণে হাসি থাকে ।।
শিখে গেছি দুঃখকে মেঘের আঁচলে ঢাকতে ,
সস্তা অনুভূতিকে দিতে শিখেছি দু ঘা ,
আমিও পারি কষ্ঠকে ফেরি না করে থাকতে ।।
তিমির কেটে কেটে পথ চলি ,
আঁধারের মালা পড়ি র্নিভয়ে ,
আলো ছাড়াই বেশ চলে যায় রাতের পৃথিবী ,
আমি পারি তিমিরের বুকে আমিত্বের ছবি আঁকতে ।।
চোখের ঢেউ আর আঁছড়ে পড়ে না আমার ছোট্র সমুদ্রে ,
কপোল বেয়ে পড়ে না নোনা জলের অলস মিছিল ,
এই সমুদ্রে যাত্রা শিখে গেছি ,
এখন আমি সব পারি ।।
স্মৃতির মিনারে আজ আমি উড়াতে পারি কষ্ঠের নিশান ,
বাতাসে উড়াতে পারি শবের পোঁড়া ছাঁই ,
আমি শকুন দেখি ভয় করি না ,
আমি শকুনের নিঃশেষ করতে পারি এখন ।।
আত্মপ্রবঞ্চনার ইতিহাস এখন পই পই করে খুঁজি না ,
এরা আমার পায়েই লুঠে থাকে ,
অবাক হই না ভালোবাসার ফেরিওয়ালাকে দেখে ,
আমি পারি তার চোখে চোখ রেখে কথা বলতে ।।
অনুরাগের চাদরে এঁকেছি এখন বাস্তব নকশি কাঁথা ,
সেখানে কষ্ঠরা সেলাই হয়ে আছে বড় ছোট সূতার আঁচড়ে ,
আমিও গায়ে দিয়ে থাকতে পারি কী শীতে কী গরমে ।।
অঝোর ধারার শ্রাবন আমি দেখি
তবে কাঁন্না আর শিখি না ,
আমি এখন গ্রীষ্মের রুক্ষতা ধারণ করতে পারি ,
স্মৃতির পাতাগুলো মর্মর শব্দে
ঝরাতে পারি অনায়াসেই ।।
আমিও পারি মানুষ চিনতে ,
কাক কোকিলের তফাৎ খুঁজতে,
আমিও পারি নিঃসঙ্গতা জয় করে বাঁচতে ।।
ভালোবাসা আজ বিরান ভূমির সরিসৃপ ,
নিঃসংকোচ চিত্তে আমি হতে পারি দংশিত বারংবার ,
আমি পারি ভালোবাসার জঙ্গলে……
মঙ্গলের বাণী ছড়াতে ।।
কবি পরিচিতিঃ শামীমা ইসলাম একজন আইনজীবি, অবসরে কাব্যচর্চা করেন।
কিউএনবি/বিপুল /২৭ শে সেপ্টেম্বর ,২০১৭ ইং/ বিকাল ৩:১০