সিরাজগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বর্ষা মৌসুম ও রমজানের ঈদের আগেই দেশের সকল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক সংস্কার করে ঈদে ঘরমুখো মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষা করা হবে।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়ক পরিদর্শন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে যোগদান করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের মধ্যেই পদ্মাসেতু, মেট্রোরেল নির্মাণ ও দেশের সব মহাসড়ককে চার লেনে উন্নিত করা হবে। যার ফলে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি ঘটবে।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে এই প্রথমবার জাতীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিভিন্ন গোষ্ঠী ও প্রার্থীদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কোথাও কোথাও নির্বাচন পরবর্তীতে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। যার পরিমাণ প্রথম দফার পর থেকেই কমে আসছে।
কুইক নিউজ বিডি.কম/এএম/১০.০৫.২০১৬/১৪:৪৮