নিউজ ডেস্কঃ পুলিশের বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা থেকে ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় ১১ জন, দামুড়হুদায় ৭ জন, জীবননগরে ৫ জন, আলমডাঙ্গায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের মূল লক্ষ্য হচ্ছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও দাগী আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা।
কিউএনবি/রিয়াদ /৭ই আগস্ট, ২০১৭ ইং/দুপুর ২:১২