নিউজ ডেস্কঃ ভোলার দৌলতখানে মেঘনায় লতিফ মাঝি (৩৫) নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা।
শুক্রবার (২১ জুলাই) ভোরে মেঘনার সালাউদ্দিনের চর নামক এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত লতিফ উপজেলার চর খলিফা ইউনিয়নের বাসিন্দা।
আড়তদার সূত্র জানায়, প্রতিদিনের মতো লতিফ মাঝিসহ অন্য জেলেদের নিয়ে মেঘনায় মাছ শিকার কালে একদল দস্যু জেলেদের চারদিকে থেকে ঘিরে ফেলে।
অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ লতিফকে অপহরণ করে নিয়ে যায়। এসময় ট্রলারে থাকা অন্য জেলেদের নদীর তীরের কাছাকাছি রেখে যায়। পরে স্থানীয় ইলিশা সংলগ্ন মেঘনায় ট্রলার ফেলে শুধু লতিফকে নিয়ে যায় দস্যুরা।
ঘাটের আড়তদার মোঃ কামাল জানান, অপহৃত জেলেকে ছাড়িয়ে আনতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দস্যুরা। ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট বোরহান বলেন, অপহৃত জেলেকে উদ্ধারে কোস্টগার্ডের দু’টি দল পাঠানো হয়েছে।
কিউ এন বি /রিয়াদ /২১শে জুলাই, ২০১৭ ইং/বিকাল ৫:৩০