ডেস্ক নিউজ : করোনাভাইরাসের (কভিড-১৯) টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা চারটার দিকে প্রধানমন্ত্রী এ কর্মসূচি উদ্বোধন করেন। এর আগেই করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
সূত্র জানায়, প্রথমদিন যাঁরা টিকা নেবেন তাঁদের তালিকায় রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর নামও। এরইমধ্যে কয়েকজন আয়োজনস্থলে পৌঁছেছেন।
কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৩