ডেস্কনিউজঃ রাজধানীর কলাবাগান এলাকায় গ্রুপ স্ট্যাডির কথা বলে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’লেভেলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার প্রেমিক দিহানসহ চার সহপাঠীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর শরীরের উপরের দিকে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, আনুশকা নামের ওই শিক্ষার্থী তার প্রেমিক দিহানের বাসায় যান। সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনেন। তাদের মধ্যে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে সে।
কিউএনবি/বিপুল/৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ/ সকাল ১১:০২