আনিছুর রহমান মানিক, নিজস্ব প্রতিবেদক, নীলফামারী : নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মে আয়োজিত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি এ্যাডভোকেট রমেন্দ্রনাথ বন্ধন বাপ্পী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শীর্ষ রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব, সিনিয়র জজ উৎপল ঘোষ, জেলা সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সোহেল, জেলা কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোতা মিয়া, তৌহিদা জ্যোতি প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও রংপুর বিভাগীয় অ্যাডভোকেসি এনএনএমসি অফিসার পাপন কুমার সরকার, ডোমার উপজেলা প্লাটফর্মের সাধারণ সম্পাদক অনিল বাশঁফোর, সদর উপজেলার মাসুদ বাশঁফোর বক্তব্য রাখেন। সভায় হরিজন ও দলিত সম্প্রদায়ের জেলা ও উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/রেশমা/১২ই ডিসেম্বর, ২০১৯ ইং/বিকাল ৫:৪৮